ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে শিরোপাধারী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আট উইকেটে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।এ জয়ের পরও টানা তৃতীয়বারের মতো রানার্স আপ হলো মাশরাফির রূপগঞ্জ।আর হেরেও শিরোপা নিয়ে উল্লাস করলো ইমরুল-মুশফিকের শেখ জামাল। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি শেখ জামালের। রূপগঞ্জের পেসার আল-আমিন হোসেনে বোলিং তোপের সামনে একেবারে দাঁড়াতে পারেনি ধানমন্ডির দলটি। ১১৬ রানে গুটিয়ে যায় তারা । আল আমিন একাই নেন ৬ উইকেট। ১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৪৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় মাশরাফির রূপগঞ্জ।
আগের ম্যাচে শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচটা শেখ জামালের ছিল আনুষ্ঠানিকতার। তাইতো নিয়মিত একাদশের চার ক্রিকেটারকে বিশ্রামে রেখে মাঠে নেমেছিল তারা। ম্যাচটা হারলেও শিরোপা উদযাপনে কমতি রাখেনি শেখ জামাল।
ম্যাচের পর চ্যাম্পিয়ন জার্সি পরে ট্রফি নেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন বোর্ডের পেছনের দাঁড়িয়ে তাদের উল্লাস, উদযাপন বলে দিচ্ছিল, প্রথম শিরোপা কতটা আরাধ্য, কতটা মহামূল্যবান। ছেলেদের পরিশ্রমে খুশি টিম ম্যানেজমেন্টও। তাই ৪০ লাখ টাকা বোনাসও ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ।