৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    টানা তৃতীয় ফাইনালে এফএ কাপে চেলসি

    টানা তৃতীয় এফএ কাপের রুবেন লোফটাস চিক ও ম্যাসন মাউন্টের গোলে চেলসি ফাইনালে উঠল। ‍টুর্নামেন্টের সেমিফাইনালে রোববার ওয়েম্বলিতে ২-০ গোলে তারা ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ।

    গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর চেলসি ঘুরে দাঁড়াল ক্রিস্টালের জালে দ্বিতীয়ার্ধের দুই গোলে।

    প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে এক ঘণ্টারও বেশি সময় লাগে ব্লুদের। লোফটাস চিক ৬৫তম মিনিটে গোল করেন, যা তিন বছরে তার প্রথম। ১০ মিনিট পর পরিচ্ছন্ন ফিনিশে কোনাকুনি শটে ম্যাচ নিয়ন্ত্রণে নেন মাউন্ট।

    চেলসি ফাইনালে আগামী ১৪ মে খেলবে লিভারপুলকে। গত ফেব্রুয়ারির কারাবাও কাপের ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এই ম্যাচ, ওই ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দল টাইব্রেকারে হারায় ব্লুদের।

    গত ছয় মৌসুমে এটি চেলসির পঞ্চম এফএ কাপ ফাইনাল। এর মধ্যে শেষ ও অষ্টমবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮ সালে। গত দুইবার ফাইনাল খেললেও তারা হেরে যায় আর্সেনাল ও লিস্টার সিটির কাছে

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর