১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচলে ধীরগতি

    সিরাজগঞ্জ প্রতিনিধি :

    সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা থেকে হাটিকুমরুল অবধি ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। এর আগে সারারাত তিব্র যানজটে স্থবির ছিল মহাসড়কটি।

    হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান আলোচিত খবরকে জানান, বৃহস্পতিবার রাতে নলকা সেতু এলাকায় সৃষ্ট খানাখন্দের কারনে পণ্যবাহি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল বিঘ্নিহ হওয়ার ফলে যানজট সৃষ্টি হয়। মুহুর্তেই যানজট সারা মহাসড়ক জুড়ে ছড়িয়ে পরে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয। কিন্তু অতিরিক্ত গাড়ির চাপের কারনে যানজট লেগেই থাকে। সারারাত হাইওয়ে পুলিশ কাজ করার পর শুক্রবার ভোর থেকে ধীরগতিতে থেমে থেমে চলছে যানবাহন।

    ওসি আরো জানান, নলকা সেতুর পশ্চিমে বেশ কয়েকটি বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। শুক্রবারই এই খানাখন্দগুলো সংস্কার করা হবে। এটি সংস্কার হলে যানচলাচল স্বাভাবিক হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর