ক্রিকেটে প্রচলতি নিয়মে বড়সড় আসতে যাচ্ছে রদবদল । মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক বৈঠকে বেশ কিছু পুরোনো নিয়ম বদলে ফেলার প্রাথমিক অনুমোদন দিয়েছে।
এই বছরের অক্টোবর থেকে বদলে যাওয়া নিয়মগুলো কার্যকর হবে। বদলে যাওয়া নিয়মগুলোর মধ্যে একটি হলো, ক্যাচ আউটের সময় দুই ব্যাটসম্যানের প্রান্ত বদল। আগে ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটসম্যান পরস্পরকে অতিক্রম করলে নতুন ব্যাটসম্যানকে নন স্ট্রাইকার প্রান্তে ইনিংস শুরু করতে হতো। কিন্তু এই নিয়ম আর থাকছে না।
নতুন নিয়মে ক্যাচ ধরার সময় দুই ব্যাটসম্যান পরস্পরকে অতিক্রম করলেও স্ট্রাইকে ইনিংস শুরু করবেন নতুন ব্যাটসম্যান।
এরই মধ্যে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডে এই নিয়মটি চালু করা হয়। ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত হওয়ার পরই এটি অনুমোদন দিলো এমসিসি।
এছাড়া মানকাডিং আউটের বিতর্কেও ইতি টানা হলো। আগে বোলার বল করার সময় নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান বেরিয়ে গেলে তাকে রান আউট করার বিষয়টি ক্রিকেটীয় চেতনাবিরোধী হিসেবে গণ্য হতো। অক্টোবর থেকে এটি বৈধ। ল-৪১ (আনফেয়ার প্লে) হিসেবে এতদিন অন্তর্ভুক্ত থাকলেও এটি ল-৩৮ (রান আউট) এর মধ্যে জায়গা করে নিচ্ছে।
এছাড়া বল উজ্জ্বল করতে লালার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। বলের ওপর এটি ব্যবহার হতে যাচ্ছে অবৈধ।