২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    হামলার প্রতিবাদে চট্টগ্রাম রেল সদর দপ্তরে বিক্ষোভ

    রেলওয়ের জায়গায় গড়ে ওঠা বসতিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হওয়ার ঘটনায় রেলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা চট্টগ্রাম রেল সদর দপ্তরে বিক্ষোভ করেছেন ।

    রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ব্যানারে এ প্রতিবাদ সামাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ মার্চ) সকাল থেকে নগরীর সিআরবি জিএম (পূর্ব) কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানবন্ধনে অংশ নেন তারা।

    চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ডেট শফিকুল ইসলাম জানান, সোমবার (৭ মার্চ) সকালে দুই ভাগে বিভক্ত হয়ে সিআরবি ও তার আশাপাশের এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে অভিযানে নামে রেলওয়ের বিদ্যুৎ বিভাগ। এতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন আরএনবির ছয় সদস্য ও রেলের প্রকৌশল বিভাগের কর্মীরা।

    দুটি দলের মধ্যে একটি দল তুলাতুলি কলোনী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজে গেলে দা, বটি ও লাঠিসোটা নিয়ে রেলওয়ের কর্মীদের ওপর হামলা চালায় সেখানকার বাসিন্দারা। এ সময় প্রকৌশলী এনায়েত উল্লাহসহ কমপক্ষে ১০ জন আহত হয়। হামলার ওই  ঘটনার পর পুরো চট্টগ্রাম রেল সদর দপ্তরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর