১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    দুই লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

    নোয়াখালী হাতিয়া উপজেলার নলচিরা ঘাটের মেঘনা নদী থেকে দুই লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল, পাঁচটি বেহুন্দি জাল ও ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।

    সোমবার (৭ মার্চ) সকালে জব্দ করা এসব জাল উপজেলার চরঈশ্বর আজহার মেম্বারের ঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, ইউপি সদস্য, ঘাটের ইজারাদার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জাটকা ইলিশগুলো স্থানীয় দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে।নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদে ভোরে নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় নলচিরা নৌ-পুলিশের একটি দল। এসময় ঘাটের উত্তর পাশে মেঘনা নদীতে পাতানো অবস্থায় দুই লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল, পাঁচটি বেহুন্দি জাল এবং ২০কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

    নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, জাটকা ইলিশ শিকার ও কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে নদীতে আমাদের অভিযান চলমান। আমাদের দুইটি টিম নদীতে প্রতিদিন টহলে রয়েছে।

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর