২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    দ্বিতীয় সন্তান কতদিন পর নেওয়া উচিত ?

    বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দম্পতিরা করোনায় দীর্ঘ লকডাউনে ঘরবন্দি থাকার সময়টিকে কাজে লাগিয়েছেন অনেকেই। অনেক নারীই এ সময়ে মা হয়েছেন।

    এখনও যেহেতু কোভিড আবহ কাটেনি, বাড়ি থেকেই কাজ করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে প্রথম সন্তানের জন্ম দেওয়ার কিছু মাস পরে থেকেই কেউ কেউ হয়তো দ্বিতীয় সন্তানের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন। কিন্তু এই ভাবনা ঠিক কতটা স্বাস্থ্যসম্মত?

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিষয়টি স্পষ্ট করেছে। সংস্থাটি বলছে, প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার মাঝে অন্তত দুই বছরের ব্যবধান থাকা উচিত। এমনকি যাদের অনিচ্ছাকৃতভাবে গর্ভপাত হয়ে যায়, তাদেরও অন্তত ছয় মাস অপেক্ষা করা উচিত পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে।

     

    কেননা, খুব অল্প সময়ের ব্যবধানে দুবার অন্তঃসত্ত্বা হওয়া শরীরের পক্ষে ঠিক নয়। তবে ব্যবধান অনেক বেড়ে যাওয়াও আবার খুব ভাল নয়। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা মনে করেন, দুই সন্তানের মধ্যে পাঁচ বছরের ব্যবধান রাখলে যথেষ্ট। তার বেশি ব্যবধান মা ও সন্তান- উভয়ের পক্ষেই ঝুঁকিপূর্ণ হতে পারে।

     

    প্রথম সন্তান জন্ম দেওয়ার বছরখানেকের মধ্যে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হলে যেসব সমস্যা দেখা দিতে পারে

     

    # অনিচ্ছাকৃত গর্ভপাত ঘটার আশঙ্কা বেড়ে যায়

    #সন্তান সময়ের আগেই জন্ম নিতে পারে

    #অন্তঃসত্ত্বারা রক্তস্বল্পতায় ভুগতে পারেন

    #দ্বিতীয় সন্তান অটিজম বা সিজোফ্রেনিয়ার মতো রোগে আক্রান্ত হতে পারে

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর