এবার আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে ভারত। ২০১৬ সালের পর আবারো ইংল্যান্ডকে পিছনে ফেলে র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছে রোহিত শর্মার দল।
ইংলিশদের সমান ২৬৯ রেটিং থাকলেও ১০ পয়েন্ট বেশি নিয়ে আইসিসি টেবিলের শীর্ষ এখন ভারত।রোহিত শর্মার দল ২৬৯ রেটিং নিয়ে ১০ হাজার চারশত ৮৪ পয়েন্ট নিয়ে প্রথমস্থানে রয়েছে। সমান রেটিং নিয়ে ইংল্যান্ডের ১০ হাজার চারশত ৭৪পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট ১২ হাজার দুইশত ২৫ হলে তাদের রেটিং ২৬৬। চারে থাকা নিউজিল্যান্ড ২৫৫ রেটিং নিয়ে আছে নয় হাজার সাতশত সাত পয়েন্ট নিয়ে। সাউথ আফ্রিকা ৩৫ ম্যাচ খেলে ২৫৩ রেটিং নিয়ে আট হাজার আটশত ৫৮ পয়েন্ট নিয়ে রয়েছে র্যাঙ্কিংয়ের পঞ্চমস্থানে। ২৪৯ রেটিং নিয়ে অস্ট্রলিয়া রয়েছে ছয়ে।৪৫ ম্যাচ খেলে দশ হাজার পাঁচশত ৭৮ পয়েন্ট নিয়ে ২৩৫ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে সাতে। আফগানিস্তার তার স্থান ধরে রেখেছে। তারা আছে আটে। ১৭ ম্যাচ খেলে তিন হাজার নয়শত ৫১ পয়েন্ট নিয়ে ২৩২ রেটিং তাদের। নিজেদের অবস্থান হারিয়েছে বাংলাদেশ। নয় নম্বর থেকে নেমে দশে এসেছে বাংলাদেশ। নম্বর দখলে নিয়েছে শ্রীলঙ্কা। তারা ৩৪ ম্যাচ খেলে সাত হাজার আটশত ৪৭ পয়েন্ট নিয়ে ২৩১ রেটিং তাদের। আর বাংলাদেশ ৩৭ ম্যাচ খেলে আট হাজার পাঁচশত ২৯ পয়েন্ট নিয়ে ২৩১ রেটিং নিয়ে অবনমন হয়েছে।