১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    শেরপুরের মায়াঘাসি পাহাড়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে নিহত এক বৃদ্ধ কৃষক

    শেরপুরের নালিতাবাড়ীর মায়াঘাসি পাহাড়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ছমেদ আলী নামে এক বৃদ্ধ কৃষক মারা গেছেন। বন্যহাতির আক্রমণের এ ঘটনা ঘটে মঙ্গলবার ২ আগস্ট বিকালে ।

    নিহত ছমেদ আলী (৬৫) নালিতাবাড়ির রামচন্দ্রকুড়া মণ্ডলিয়াপাড়ার মায়াঘাসি গ্রামের মৃত অসীম উদ্দিনের ছেলে।

    স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান বৃদ্ধ কৃষক ছমেদ আলী। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফিরলে তার স্বজনেরা তাকে খুঁজতে বের হন।  পরে বাড়ির লোকজন পাথরছিলা পাহাড়ে পিষ্ট অবস্থায় তার  রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

    খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম এবং বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান। রাত ১০টায় ওই মরদেহ নিয়ে আসা হয় উদ্ধার করে।

    রামচন্দ্রকুড়া মণ্ডলিয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারনা করা হচ্ছে বন্যহাতির আক্রমণে মারা গেছেন ছমেদ।

    পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লামের সুরতহাল রিপোর্ট তৈরী করছে বলে জানান নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ।

    গেল কয়েকদিন ধরে বন্যহাতির দলটি খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের  অবস্থান করছে।

    মাহফুজা ৩-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর