৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

    নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এ কম্পন দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর প্রায় ৪০ হাজার বাসিন্দা টের পান।

    ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে এটি মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।

    জিওনেট এ ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে । ভূমিকম্পটি শুরু হয় তীব্র ঝাঁকুনির মাধ্যমে এবং এটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।

    দক্ষিণাঞ্চলের দ্বীপ ক্রাইস্টচার্চের একজন বাসিন্দা সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সবকিছু দুলছিল তাদের এমন মনে হয়েছে।

    সংবাদমাধ্যম নিউজটক জেইডবি-এর সাংবাদিক অ্যারন ডেহমান জানিয়েছেন, ভূমিকম্পের সময় তিনি নিজ বাড়িতে ছিলেন এবং  শুরুতে একটি বড় ধাক্কার পর সবকিছু অস্বাভাবিকভাবে দুলতে থাকে।

    নিউজিল্যান্ডের গতকালই আঘাত হানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল ।আর একদিন পরই আবার ভূমিকম্পে কেঁপে ওঠল দেশটি।

    মাহফুজা ১৫-২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর