৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    নিউজিল্যান্ডে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’

    নিউজিল্যান্ডে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’। সতর্কতা হিসেবে সোমবার থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

    রেডিও নিউজিল্যান্ড জানায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার আগেই ৩৬টিরও বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। কমিয়ে দেওয়া হয়েছে আন্তঃনগর বাস সেবাও।

    রয়টার্স জানায়, এয়ার নিউ জিল্যান্ড সোমবার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া তাসমান ও প্যাসিফিক আইল্যান্ড এবং অকল্যান্ডের ফ্লাইট বন্ধ রাখা হবে।

    রোববার সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স অকল্যান্ডজুড়ে বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ কমিয়ে আনার আহ্বান জানান। যারা বাড়ি থেকে কাজ করতে পারে তাদের তা করার অনুরোধ করেছেন তিনি।

    হিপকিনস সাংবাদিকদের বলেন, ‘আমরা আশঙ্কা করছি আবহাওয়া দুর্যোগ পথে রয়েছে এবং  অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি প্রস্তুত আছেন।

    মাহফুজা ১২-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর