২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বাংলাদেশের ক্রিকেটারদের সম্পদ নিয়ে বিদেশি এক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ; মাশরাফির তীব্র প্রতিবাদ

    বাংলাদেশের ক্রিকেটারদের সম্পদ নিয়ে বিদেশি এক গণমাধ্যমে করা একটি প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে। প্রতিবেদনে  সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সম্পদ৫১০ কোটি টাকা দেখানো হয় ।

    এটি প্রকাশ করেছে ভারতের ‘ক্রিকট্রেকার’ নামের একটি ক্রীড়া সংবাদ মাধ্যম।গতকাল সোমবার বাংলাদেশের কিছু অনলাইন পোর্টালও মাশরাফির সম্পদ নিয়ে খবর প্রকাশ করে। আলোচনা সমালোচনা বাড়তেই ‘ক্রিকট্রেকার’ অবশ্য সেই প্রতিবেদন সরিয়ে নিয়েছে।

    মাশরাফি তার সম্পদ নিয়ে করা প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানান। গেল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেন, ‘ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে এবং সেসবকে পাত্তা দেয়ার কিছু নেই। কিন্তু সেসব মিথ্যা সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে ।

    ‘দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে নিউজ করছেন আপনারা । সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা না হয় করেন, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো নাড়া দেওয়া উচিত বিবেকে!’

    মাহফুজা ১-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর