২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো বিসিবি

    সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো  বিসিবি।

    বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার দেয়া হবে। প্রথমবারের মতো নারী সাফ  চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় তাদের অর্জনের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার দেয়ার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

    পাপন বলেন, ‘ বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে । তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য এ পুরস্কার ঘোষণা করছি।’ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত সাফ চ্যাম্পিয়নশিপের এই সাফল্য দেশের সব ক্রীড়াবিদ ও বিশেষ করে নারীদের অনেক অনুপ্রেরণা দেবে।

    চ্যাম্পিয়ন দল দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ  করবে। পরে তারা বিমানবন্দর থেকে বের হয়ে ছাদখোলা বাসে শহর ঘুরে বাফুফে ভবনে যাবেন ।

    মাহফুজা ২১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর