২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় তিন বেলুন সরবরাহকারীর বিরুদ্ধে মামলা

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় পুলিশ তিন বেলুন সরবরাহকারীর বিরুদ্ধে মামলা করেছে। শনিবার রাতে বাদী হয়ে মামলাটি করেন গাজীপুর সদর থানার উপপরিদর্শক মোসাব্বির হোসেন।

    সোমবার গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    মামলার আসামিরা হলেন- কিবরিয়া, বাবুল ও মানিক। তবে মামলার এজাহারে বিস্তারিত বিবরণ উল্লেখ নেই আসামিদের।

    শুক্রবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে মূল অনুষ্ঠান মঞ্চে চলে যান। বেগুনগুলো না উড়ে পুলিশ লাইন্সের ভেতরে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সামনে গিয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা আবু হেনা রনি আবার বেলুনগুলো ওড়ানোর জন্য গেলে বিস্ফোরিত হয় হঠাৎ। রনি ও পুলিশসহ ৫ জন আহত হন।

    মামলার এজাহারে উল্লেখ করা হয় উল্লেখিত আসামিরা বেলুন সরবরাহ করেছিলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে বেলুনের মধ্যে ক্ষতিকারক দাহ্য পদার্থ বা গ্যাস ব্যবহার করে।  বেলুনগুলো উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বিস্ফোরিত হলে বড় ধরণের ক্ষতির আশংকা ছিল।

    শনিবার রাতে বিশেষ ক্ষমতাবলে তিনজন আসামির বিরুদ্ধে মামলা করা হলেও এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি রফিকুল ইসলাম।

    মাহফুজা ২০-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর