জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে জাতিসংঘ সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বর্তমানে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। এর আগে মঙ্গলবার রাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডিন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা প্রমুখের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
এর আগে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনার মধ্য দিয়ে তার জাতিসংঘ সফর শুরু করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করেন। এছাড়া ইউএনজিএর উদ্বোধনী অধিবেশনেও যোগ দেন।
আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।