১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ও বইমেলায় বোমা হামলার হুমকি আনসার আল ইসলামের

    বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ও বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদাকে হাতে লেখা চিঠি পাঠিয়েছে ।

    বৃহস্পতিবার বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি  করেছেন ।

    রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ রাতে বিষয়টি নিশ্চিত করেন ।

    তিনি বলেন, বাংলা একাডেমির মহাপরিচালককে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম হাতে লেখা একটি চিঠি দিয়েছে। চিঠিটি পর্যালোচনা করা হচ্ছে এবং  জঙ্গি সংগঠন আসলেই পাঠিয়েছে কিনা এসব বিষয়ে তদন্ত চলছে।

    জিডির সূত্র ধরে এ বিষয়টি তদন্ত করার জন্য ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) বলা হয়েছে। এ বিষয়ে তারা তদন্ত করবে।

    মো. শহীদুল্লাহ চিঠিতে হুমকি দিয়ে কী লেখা আছে জানতে চাইলে বলেন, বাংলা একাডেমি সংশ্লিষ্টদের ওপর ও বইমেলায় বোমা হামলা করা হবে। যাত্রাবাড়ীর বিভিন্ন হোটেলে দেহব্যবসা হয়, অথচ এ বিষয়ে পুলিশ কেন প্রতিবাদ করে না? সে কারণে পুলিশ সদর দফতরে হামলা করে পুলিশ হত্যা করা হবে।

    সাধারণ ডায়েরিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় মাওলানা সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এবং  বিষয়টি আতঙ্কের।

    মাহফুজা ২৪-২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর