১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫ জন

    সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ১৫ জন।  স্থানীয় সময় রোববার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে এএফপি ।

    সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার দামেস্কে ইরানের একটি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে হামলায় বেসামরিক নাগরিকসহ ১৫ জন মারা যান।

    এছাড়া, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে একটি ১০ তলা ভবন ধ্বংস হওয়ার ছবি দেখানো হয়েছে।

    রোববার দামেস্কের কাফর সুসাতে আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এলাকাটিতে সিনিয়র কর্মকর্তাদের আবাস, নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সদর দফতর রয়েছে।

    ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আবদেল রহমান বলেন, রোববারের হামলাই  ইসরায়েলে চালানো সবচেয়ে ভয়াবহ হামলা।

    তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী খুব কমই মন্তব্য করে।

    সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাত ১২টা ২২ মিনিটে ইসরায়েলি শত্রু দামেস্ক এবং এর আশেপাশের আবাসিক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।  প্রাথমিকভাবে পাঁচ জন নিহত ও ১৫ জন আহতের কথা মন্ত্রণালয় জানালেও  পরে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়।

    মাহফুজা ১৯-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর