১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমে শীত বাড়তে পারে – আবহাওয়া অধিদপ্তর

    আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শীত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    গতকালের তুলনায় প্রায় সারাদেশের তাপমাত্রা কমেছে। তবে চট্টগ্রামের কোনো কোনো স্থানে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

    রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপসাত্রা ছিল যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

    ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

    সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বরে জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান ।

    সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী দু-দিন পর তাপমাত্রা বাড়তে পারে।

    আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় এই সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে।

    আজ সকাল ৬টায় ঢাকার বাতাশের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৮%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে।

    মাহফুজা ১৩-২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর