১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ১৮ ফেব্রুয়ারি সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপি’র

    আগামী ১৮ ফেব্রুয়ারি বিএনপি দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে।

    রোববার দুপুর ২টায় এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ নতুন ঘোষণা দেন।

    তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপণ্যের দাম  বাড়ার  প্রতিবাদে, খালেদা জিয়ারসহ কারাবন্দিদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সব মহানগরের পদযাত্রা ঘোষণা করছি।

    খন্দকার মোশাররফ বলেন, বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে তারা সবাই এ পদযাত্রা কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আলাদা  পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান তিনি।

    ঘোষিত এই কর্মসূচি যুগপৎ আন্দোলনের সপ্তম কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

    সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল ৩টায় বছিলার উদ্দেশে বিপুলসংখ্যক নেতা-কর্মীসহ পদযাত্রা কর্মসূচি বের হয়। এতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জয়নাল আবেদিন , হাবিবুর রহমান , কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ , সাইফুল আলম নিরব, তাবিথ আউয়াল, নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর নেতা শামীম পারভেজ, ফেরদৌসী আহম্মেদ , আকতার হোসেন, সোহেল রানা, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা যুবদলের সুলতান সালাউদ্দিন , ছাত্রদলের রওনাকুল ইসলাম  ও সাইফ মাহমুদ ।

    আমান উল্লাহ আমান বলেন, আমাদের এই পদযাত্রা কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও নীরব পদযাত্রা এবং কোনো স্লোগান হবে না।

    রোাববার বিকেল ৩টায় শ্যামলী ক্লাব মঠে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাত রাস্তা মোড় গিয়ে শেষ হয়।

    দুপুর ২টায় বিএনপির এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার পর থেকেই নেতা-কর্মীরা এসে জড়ো হন। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন। এছাড়া আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

    মাহফুজা ১২-২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর