১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বিএনপি আজকের পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে

    বিএনপি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে পূর্ব ঘোষিত আজকের পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে ।

    বৃহস্পতিবার এই তথ্য জানান বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

    দিদার জানান, তুরস্ক ও সিরিয়ায় মানুষের প্রতি সমবেদনা ৯ ফেব্রুয়ারির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণ-পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমে আপাতত স্থগিত ঘোষণা করা হয়। গণ-পদযাত্রার কর্মসূচির তারিখ পরে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

    আজ বৃহস্পতিবার পুরান ঢাকা থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা ছিল এই পদযাত্রা।

    তুরস্কে ভূমিকম্পে মানুষের প্রাণহানির ঘটনায় আজ  একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।  নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

    ইউএসজিএস তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭.৯ কিলোমিটার নিচে ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।  সর্বশেষ তথ্য অনুযায়ী এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

    মাহফুজা ৯-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর