১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন রংপুর রাইডার্সের ব্যাটাররা

    বিপিএলের ২০২৩ আসলের উদ্বোধনী ম্যাচটি ম্যাড়মেড়ে হলেও দ্বিতীয়টিতে ঝড় তোলেন রংপুর রাইডার্সের রনি তালুকদার। উদ্বোধনী ম্যাচটি ছিল লো-স্কোরিং, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে গিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

    দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন রংপুর রাইডার্সের ব্যাটাররা, ঝোড়ো অর্ধশত হাঁকিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন ওপেনার রনি তালুকদার।

    শুক্রবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাত্র ১৯ বলে ৯টি চার ও ১ ছক্কায় ফিফটি পূর্ণ করেন। যা বিপিএলের ইতিহাসে পঞ্চম দ্রুততম এবং বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম। এর আগে লুক রনকি ২০১৭-১৮ মৌসুমে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৯ বলে ফিফটি করেন।

    তার ঝড়ো ফিফটিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে। জিততে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে করতে হবে ১৭৭ রান।

    রনি ১৯ বলে ফিফটি করে আউট হন ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলে। তার এই ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কার মার ছিল।

    রনির ঝড়ো ফিফটিতে ভর করে রংপুর মাত্র ১০ ওভারেই ১ উইকেট হারিয়ে ৯১ রান তুলে ফেলে। অবশ্য পরবর্তী ১০ ওভারে তারা আরও চারটি উইকেট হারিয়ে ৮৫ রান যোগ করে। তাতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রানের লড়াকু সংগ্রহ পায় তারা।

    রনি ছাড়া ব্যাট হাতে রান পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, শোয়েব মালিক। নাঈম শেখ ৩৪ বলে ৪ চারে ২৯ রান করেন। শোয়েব মালিক ২৬ বলে ১ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন।

    শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহান ১১ বলে ১টি চার ১ ছক্কায় অপরাজিত ১৯ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৭৬ পর্যন্ত নিয়ে যান।

    বল হাতে কুমিল্লার ফজলহক ফারুকি, মোস্তাফিজুর রহমান, খুশদিল শাহ ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।

    এর আগে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রাইডার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লা।

    ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন গতবার শিরোপা জেতানো অধিনায়ক ইমরুল কায়েস, অন্যদিকে, রংপুরের অধিনায়কত্ব করছেন নুরুল হাসান সোহান, রংপুরে রয়েছেন শোয়েব মালিক, সিকান্দার রাজাদের মতো তারকা।

    রংপর রাইডার্স একাদশ হলো -নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, শোয়েব মালিক, রনি তালুকদার, সিকান্দার রাজা, মেহেদী হাসান, বেনি হাওয়েল, হাসান মাহমুদ, রবিউল হক, রাকিবুল হাসান ও আজমতউল্লাহ ওমরজাই,

    কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ হলো -ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ডেভিড মালান, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, সৈকত আলী, মুস্তাফিজুর রহমান, আশিকুর জামান, মোহাম্মদ নবী, খুশদিল শাহ ও ফজল হক ফারুকী।

    মাহফুজা ৬-১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর