১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেনের খেরসনে রাশিয়ার গোলা হামলায় নিহত সাতজন

    ইউক্রেনের খেরসনে রাশিয়ার সেনাবাহিনী ব্যাপক গোলা হামলায় মারা গেছেন সাতজন।   শনিবারের এই হামলায় আহত হন ৫৮ জন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। খবটি জানায় আল-জাজিরার।

    খেরসন অঞ্চলের প্রসিকিউটর অফিস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে জানিয়েছে, রুশ হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হন।

    এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গোলাবর্ষণের পর শহরের আবাসিক এলাকার অনেক গাড়িতে আগুন ধরে যায়।

    প্রসিকিউটর অফিস টেলিগ্রাম বার্তায় আরও জানায়, ঘটনার ৪০ মিনিট পর আগুন নিভে যায়। তবে হতাহতের সংখ্যা এখনো বাড়তে পারে ।

    ইউক্রেনের জন্য নতুন করে সাড়ে চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজের চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। এক দশমিক ৬৬ ট্রিলিয়ন সরকারি ফান্ডিং বিলের অংশ হিসেবে এই অনুমোদ দেওয়া হয়েছে।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় মার্কিন কংগ্রেসের সদস্যদের ধন্যবাদ জানান।

    মাহফুজা ২৪-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর