২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতের সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে নিহত ১৬ সেনা সদস্য

    ভারতের সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ১৬ সেনা মারা গেছেন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি অনলাইন।

    ভারতীয় সেনার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উত্তর সিকিমের জেমা সেনাবাহিনীর একটি ট্রাক বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে তিনজন সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার এবং বাকিরা সৈনিক পদমর্যাদার।

    এনডিটিভি অনলাইন জানায়, শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুর উদ্দেশে পাড়ি দেয় তিনটি সেনা ট্রাকের কনভয়। কিন্তু জেমায় আসার পর সেখানে দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়। দ্রুত আহত চার সেনা সদস্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

    দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

    এ ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করছেন। এতে তিনি বলেন, ‘উত্তর সিকিমে দুর্ঘটনায় সেনা সদস্যদের প্রাণহানির বিষয়টি গভীর বেদনাদায়ক। জাতি তাদের সেবা ও প্রতিশ্রুতির জন্য অত্যন্ত কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

    মাহফুজা ২৩-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর