১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    কাতার বিশ্বকাপে সেমিতে লড়বে ফ্রান্স, ক্রোয়েশিয়া, মরক্কো ও এবং আর্জেন্টিনা

    দেখতে দেখতে কাতার বিশ্বকাপ প্রায় শেষের পথে চলে এসেছে। ৩২ দলের আসর এখন শেষ চারের দোরগোড়ায় দাঁড়িয়ে।নানা ঘটন-অঘটনের পর কাতার বিশ্বকাপে টিকে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া, আফ্রিকান দেশ মরক্কো ও লাতিন পরাশক্তি আর্জেন্টিনা।

    প্রথমবারের মতো শেষ চারের মঞ্চে জায়গা করে নিয়েছে আফ্রিকান দেশ মরক্কো। অন্যদিকে এই লড়াইয়ে নেই ব্রাজিল, স্পেন, জার্মানির মতো দল।

    ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে ক্রোয়েশিয়া। আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। এ দুই দল প্রথম সেমিফাইনালে লড়বে ১৩ ডিসেম্বর আগামী মঙ্গলবার ।

    মরক্কো পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পেয়েছে । ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শেষ চারে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। খেলবে দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১৪ ডিসেম্বর বুধবার এই দুই দল  খেলবে।

    ১৩ ডিসেম্বর রাত ১টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

    পরদিন ১৪ ডিসেম্বর রাত ১টায় দোহার আল বায়েত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি হবে আশরাফ হাকিমির মরক্কো।

    মাহফুজা ১১-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর