১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আপিল বিভাগে নতুন তিন বিচারপতির নিয়োগ

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনজন নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    তিন বিচারপতি হলেন—  আশফাকুল ইসলাম, আবু জাফর সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেন।

    প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারপতিকে তাদের শপথগ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করিয়াছেন। এ নিয়োগ শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হইবে।

    সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পড়াবেন।আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

    দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে বর্তমানে ছয় বিচারপতি রয়েছেন, যাদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে ছুটিতে।

    আপিল বিভাগে বর্তমানে ছয় জন বিচারপতি রয়েছেন। তিন জন বিচারপতি নিয়োগে মোট বিচারপতির দাঁড়াল নয় জনে।

    মাহফুজা ৮-১২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর