১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল; এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু

    গাজীপুরের শ্রীপুরে  যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন নষ্ট হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে ।ট্রেন চলাচল স্বাভাবিক হয়  এক ঘণ্টা পর ।

    বুধবার  সকাল সাড়ে ৬টায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে পাশের স্টেশনে যাত্রা বিরতি দেওয়া বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন যুক্ত করে যমুনা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে আনা হয়। পরে ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

    বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার।

    তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে এবং  দুই মিনিট পর ৬টা ২৬মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। আউটার সিগন্যালের কাছাকাছি পৌঁছা মাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহগামী বলাকা কমিউটার রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করছিল। ট্রেনটির ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি সচল করে শ্রীপুর স্টেশনে আনা হয়। ৭টা ৪০মিনিটে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়।

    স্টেশন মাস্টার আরও বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে আছে। বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে। সেখানে অপেক্ষমাণ বলাকা কমিউটার ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

    মাহফুজা ৩০-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর