১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    গাজীপুরে টেক্সটাইল মিলের আগুন ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

    গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় সামিম টেক্সটাইল মিলের তুলার গুদামের আগুন নিয়ন্ত্রনে কাজ  করছে  ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

    মঙ্গলবার সকাল  ১১টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

    সোমবার দিনগত রাত ১২টায় এ আগুনের  সূত্রপাত হয় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের বেড়ে যাওয়ায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজীপুরে টেক্সটাইল মিলের আগুন। ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, আগুন এখন যে অবস্থায় আছে তা অন্য কোথাও ছড়াতে পারবে না।

    সামিম টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।  প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রনে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।

    মাহফুজা ২৯-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর