বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন নয়, সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম পুনর্নির্ধারণ করতে পারবে। এমন বিধান রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিলো মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
বেসরকারি পর্যায়ে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বেসরকারিভাবে আমদানিকৃত জ্বালানি সংশ্লিষ্ট উদ্যোক্তারা রিফাইন করতে পারবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি তেলের দাম আগে শুধু বিইআরসি নির্ধারণ করত। এখন বিশেষ পরিস্থিতিতে সরকার জ্বালানির দাম নির্ধারণ করবে। কারণ বিদ্যুৎ ও জ্বালানির দাম পুনর্নির্ধারণের ক্ষেত্রে বিইআরসির ৯০ দিন প্রয়োজন হয়।
তিনি আরও বলেন, “আমদানিকারকেরা এসব জ্বালানি চাইলে বিপিসিতেও বিক্রি করতে পারবে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে আলোচনা হয়েছে। এটা করতে পারলে সরকারের ওপর চাপ কমবে। এতে দামের ওপর প্রভাব পড়বে না। সরকার মনিটরিং করবে।
মাহফুজা ২৮-১১