১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    নোরা ফাতেহি ঢাকায় এসে পৌঁছেছেন

    অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউডের নৃত্যশিল্পী নোরা ফাতেহি ঢাকায় এসে পৌঁছেছেন। দুপুর ১টা ২০ এ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে ঢাকায় আসেন নোরা।

    উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন নোরা। ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’-এর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। উইমেন লিডারশিপ করপোরেশনের অফিশিয়াল ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেন—‘আলহামদুলিল্লাহ! অবশেষে নোরা ফাতেহি ঢাকায় পৌঁছেছেন।’

    নোরা ফাতেহি বিমানবন্দর থেকে একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন। বিশ্রাম শেষে সন্ধ্যায়  তিনি মঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন।

    রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দর্শকের জন্য গেট খোলা হবে বিকাল ৪টায়। তা ছাড়াও ডকুমেন্টারির শুটেও অংশ নেবেন নোরা ফাতেহি।

    অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এতে বাংলাদেশি তারকারাও অংশ নেবেন বলে জানা গেছে।

    নোরা রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন । এরই মধ্যে নোরা ফাতেহির পারফরমেন্সের জন্য মঞ্চ প্রস্তুত করা শেষ হয়েছে। ভক্তদের সামনে তিনি নাচ পরিবেশন করবেন।

    আগামীকাল বিকেলে  সব আনুষ্ঠানিকতা শেষে নোরা ফাতেহি বাংলাদেশ ত্যাগ করবেন।

    ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

    শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফর্ম করেও নজর কাড়েন তিনি।

    মাহফুজা ১৮-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর