১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    রাশিয়ার বেলগোরোদে সেনা ট্রেনিং ক্যাম্পে বন্দুক হামলায় নিহত ১১; আহত ১৫ জন

    ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার বেলগোরোদে সেনা ট্রেনিং ক্যাম্পে বন্দুক হামলায় মারা গেছেন  ১১ জন । আহত হন  ১৫ জন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

    রাশিয়ান নিউজ ওয়েবসাইট সোতা ভিশন জানায়, ইউক্রেনীয় সীমান্তের কাছে এবং বেলগোরোদের প্রায় ১০৫ কিলোমিটার বা ৬৫ মাইল দক্ষিণ-পূর্বের ছোট শহর সোলোতিতে এ হামলার ঘটনা ঘটে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

     

    দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার  ইউক্রেনের সীমান্ত সংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলগোরোদে ‘সন্ত্রাসী’ হামলার ঘটনা ঘটে। দুই হামলাকারী, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক, অনুশীলনের সময় স্বেচ্ছাসেবক সৈন্যদের ওপর গুলি চালায় ও পাল্টা গুলিতে মারা যান ।

    ইউক্রেনে রুশ বাহিনীকে শক্তিশালী করার জন্য সৈন্য সংগঠিত করার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আদেশের পর এই হামলার ঘটনা ঘটলো।

    রাশিয়ার মন্ত্রণালয় বলছে, হামলাকারীরা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-এর একটি দেশ থেকে এসেছে যেটি তাজিকিস্তানসহ নয়টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত।

    আরআইএ আরও জানিয়েছে, যারা স্বেচ্ছায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চায়, তাদের এই সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ নেয়ার  সময়, সন্ত্রাসীরা ইউনিটের কর্মীদের ওপর গুলি চালায়।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ ইউটিউব সাক্ষাত্কারে বলেছেন যে হামলাকারীরা মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের বাসিন্দা এবং ধর্ম নিয়ে বিতর্কের জেরে অন্যদের ওপর গুলি চালিয়েছিল।

    গেল  মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩ লাখ রাশিয়ানদের একত্রিত করার নির্দেশ দেন যারা আগে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দিতে সম্মত হন।

    প্রায় আট মাস ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে । দু’পক্ষের লড়াইয়ে বহু মানুষের প্রাণ গেছে এবং দেশ ছেড়ে পালিয়েছেন কয়েক লাখ ইউক্রেনীয়।

    মাহফুজা ১৬-১০

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর