৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রের দর্শকদের মন জয় করেছে ‘পরাণ

    যুক্তরাষ্ট্রের দর্শকদের মন জয় করেছে সিনেমা ‘পরাণ’। যুক্তরাষ্ট্রের প্রায় ৮৫টি শহরে ‌‘পরাণ’ সিনেমাটি প্রদর্শিত করার মধ্যে দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে।

    যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের মালিক রাজ হামিদ বলেন,‌ ‌পরাণ সিনেমাটি চতুর্থ সপ্তাহে দর্শকদের  আগ্রহে ২২টি হলে সিনেমাটি চলবে। এই তালিকায় রয়েছে আগাস্টা , জর্জিয়া, ফ্লোরিডা, রিনো, লাসভেগাস, সল্ট লেক সিটি, ইন্ডিয়ানাপোলিস শহরগুলোর থিয়েটার। তিনি আরও বলেন,‌ আমরা এমন কিছু শহরে পরাণ নিয়ে যাচ্ছি, ‍যেখানে এর আগে বাংলা সিনেমা দেখানো হয়নি। যেমন-ওক রিজ, টেনেসি, উইলমিংটন, ডেলাওয়্যার অঙ্গরাজ্যগুলোতে পরাণ দেখানো হবে।

    জ্যামাইকা, নিউইয়র্ক, অরল্যান্ডো, ব্রানসউইক, মানাসাস, ডালাস, অস্টিন, হিউস্টন, আটলান্টা, বাল্টিমোর সান ফ্রান্সিসকো, নিউ জার্সি, ভার্জিনিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ম্যারিল্যান্ড, পেনসিলিভেনিয়া, কানেকটিকাট অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে দর্শকরা অগ্রিম টিকিট কেটে পরাণ সিনেমা দেখেছে।

    বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন, প্রতিদিনই বিভিন্ন শহর থেকে দর্শকরা পরাণ ছবিটি দেখার আগ্রহ জানাচ্ছেন  এবং  আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বাংলা সিনেমা দেখানোর উৎসাহ পাচ্ছি।

    এদিকে সামাজিক মাধ্যমে দেখা দর্শকরা সিনেমা হলে গিয়ে পরাণ ছবির পোস্টারের সঙ্গে ছবি তুলছেন। সিনেমায় শরীফুল রাজের অভিনয়ের প্রশংসা করেন দর্শকরা। এ ছাড়া মিম ও ইয়াশ রোহানের অভিনয় দর্শকের মন ছুঁয়েছে। এখন সবার মুখে মুখে সিনেমাটির ‌চলো নিরালায় গানটি।

    পরাণ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার ।

    গেল ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি মুক্তি পায়।

    মাহফুজা ১৪-১০

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর