২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    নাইজেরিয়ায় বন্যায় নিহত ৫০০ জন; ১৪ লাখ মানুষ ঘর ছাড়া

    নাইজেরিয়ায় বন্যায় এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৫০০ জন ।১৪ লাখের বেশি মানুষ ঘর ছাড়া  হয়েছেন । গেল এক দশকের মধ্যে দেশটিতে এমন ধ্বংসাত্মক বন্যা আর হয়নি। খবরটি জানায়  এএফপি।

    নাইজেরিয়ায় প্রবল বৃষ্টিপাত এবং দুর্বল অবকাঠামোর কারণে বন্যায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। আফ্রিকার এ দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতা ও মূল্যস্ফীতি পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    মঙ্গলবার নাইজেরিয়ার মানবিক বিষয়ক মন্ত্রণালয় জানায় বন্যায় ১৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। মারা গেছেন প্রায় ৫০০ জন এবং  আহত হন আরও ১ হাজার ৫৪৬ জন। এছাড়া ৪৫ হাজার ২৪৯টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং নষ্ট হয়েছে ৭০ হাজার ৫৬৬ হেক্টর জমির ফসল।

    জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকিয়েল বলেন, প্রাপ্ত এসব পরিসংখ্যান মূলত গেল সপ্তাহে।  আগস্ট-সেপ্টেম্বরের দিকে বেশিরভাগ মৃত্যু ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনা শুরু হয়।

    অ্যানামব্রায়  রাজ্যে বন্যায় গেল  শুক্রবার নাইজার নদীতে একটি নৌকা ডুবে ৭৬ জন মারা যান।

    মাহফুজা ১৩-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর