২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    দিল্লিতে ১২৮.৬ মিলিমিটার বৃষ্টি; জনজীবন বিপর্যস্ত

    দিল্লিতে ছয় দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । বৃহস্পতিবার ইন্ডিয়া টাইসম এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, ১৯৫৬ সালের পর অক্টোবরের প্রথম ১০ দিনে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। এই দশ দিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২৮.৬ মিলিমিটার।  ১৯৫৬ সালের  অক্টোবরে ২৩৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো।

    দিল্লিতে অক্টোবরের ১ থেকে ১০ তারিখের মধ্যে সপ্তাহের ৬ দিনই ভারী বৃষ্টি হয়েছে জুড়ে। তার মধ্যে ৩ দিন ধরে প্রায় একটানা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তার পরিমাণ দাঁড়িয়েছে ১২৮.৬ মিলিমিটারে বলে জানায় আবহাওয়া দপ্তর।

    আবহাওয়াবিদরা জানান, অন্ধ্রপ্রদেশের উপকূল হয়ে বঙ্গোপসাগরে দিকে একটি ঘূর্ণাবর্ত এগোচ্ছে এবং আরব সাগর থেকে এই অঞ্চলে আর্দ্রতা বয়ে আনছে পশ্চিমী ঝড়ো বাতাস। এ কারণে বৃষ্টি হচ্ছে মুষলধারে ।

    মাহফুজা ১৩-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর