১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    হিজাব ইস্যুতে ইরানে তিন সপ্তাহের বিক্ষোভে মারা গেছেন ১০৮ জন

    হিজাব ইস্যুতে ইরানে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে মারা গেছেন  ১০৮ জন । অসলোভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস -আইএইচআর বুধবার এ তথ্য জানায়। আইএইচআর এক বিবৃতিতে জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে আলাদা সংঘর্ষে ৯৩ জনকে হত্যা করেছে ইরানি নিরাপত্তা বাহিনী ।

    গেল মাসে হিজাব না পরায় তেহরানে নৈতিকতা পুলিশ মাহসা আমিনি নামে এক তরুণীকে গ্রেপ্তার করে । পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে ১৬ সেপ্টেম্বর থেকে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

    ৩০ সেপ্টেম্বর জাহেদানে সহিংসতা ও  বিক্ষোভ শুরু হয়। এই অঞ্চলের এক পুলিশ কমান্ডারের হাতে এক কিশোরী ধর্ষণের শিকারে হয়েছে এমন খবরে  বিক্ষোভের সূত্রপাত হয়।

    আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেন, কুর্দিস্তান প্রদেশের সানন্দাজ শহরটিতে গেল তিনদিনে ব্যাপক বিক্ষোভ এবং রক্তক্ষয়ী দমন-পীড়ন হয়।’

    আইএইচআর জানায়  মাজানদারান প্রদেশে ২৮ জন, কুর্দিস্তানে ১৪, গিলান ও পশ্চিম আজারবাইজানে ১২ এবং তেহরান প্রদেশে ১১ জনের নিহতের তথ্য রেকর্ড করা হয়।

    মাহফুজা ১২-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর