২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    জাপোরিঝিয়ায় দফায় দফায় হামলা রাশিয়ার

    রাশিয়া ইউক্রেনের জাপোরিঝিয়ার দক্ষিণে নতুন করে হামলা চালিয়েছে।  স্থানীয় সময় মঙ্গলবার সকালে সেখানে দফায় দফায় হামলা চালানো হয়। বেসামরিক ভবনগুলো লক্ষ্য করে ১২ বার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানায় জরুরি বিভাগের । খবরটি নিশ্চিত করে বিবিসি।

    উদ্ধারকর্মীরা জানান, একশ বর্গমিটার  বা ১০৮০ বর্গফুট এলাকায় ছড়িয়ে পড়া আগুন নিভিয়ে ফেলেন তারা। আঞ্চলিক গভর্নর জানান, বেশ কিছু ভবনের সঙ্গে একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    রাশিয়ার পক্ষ থেকে এসব হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

    এর আগে সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বহু মানুষ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ট সহযোগী রোস্তিস্লাভ সিরনভ এ তথ্য নিশ্চিত করেন।

    ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেছেন, রাশিয়া ৮৩টি মিসাইল ছুঁড়েছে এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ৪৩টিরও বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কালিবার, ইস্কান্দার এবং কেএইচ-১০১ মিসাইলগুলো ক্যাস্পিয়ান এবং কৃষ্ণ সাগর থেকে উৎক্ষেপণ করা হয় বলে জানান  তিনি।

    মাহফুজা ১১-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর