১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মালয়েশিয়ার সংসদ ১৫তম সংসদ নির্বাচনকে সামনে রেখে ভেঙে দেওয়া হয়েছে

    মালয়েশিয়ার সংসদ ১৫তম সংসদ নির্বাচনকে সামনে রেখে ভেঙে দেওয়া হয়েছে । দেশটির সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব। দেশটির রাজা আল-সুলতান আব্দুল্লাহ রি’আয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতিতে সংসদ ভেঙে দেয়া হয়।

    সোমবার স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ভাষণে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

    দেশটির রাজা ফেডারেল সংবিধানের ৪০(২)(বি) অনুচ্ছেদ এবং ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, সোমবার সংসদ ভেঙে দেয়ার বিষয়ে সম্মত হন ।

    এসময় ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, সাবাহ, সারাওয়াক, মালাক্কা ও জহুর ছাড়া মালয়েশিয়ার অন্য রাজ্য সরকার তাদের নিজ নিজ প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে একযোগে ১৫তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি আগামী ৬০ দিনের মধ্যে নতুন সরকার গঠনের বাধ্যবাধকতাও ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, নির্বাচন কমিশন মনোনয়ন এবং ভোটের তারিখসহ এ সংক্রান্ত অন্য বিষয়ে সিদ্ধান্ত নেবে।

    প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের সমর্থন এখন সবচেয়ে বড় বিষয় বলে উল্লেখ করেন । নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যারা রক্ষা করবে বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মালয়েশিয়ান পরিবারের ঐক্য ও সম্প্রীতি ।

    মা্হফুজা ১০-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর