১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা;নিহত দশ বেসামরিক নাগরিক

    রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত দশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন । সেখানে অবস্থিত জার্মানির দূতাবাসেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হামলায় দূতাবাসের কেউ নিহত হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

    যদিও বিবিসির এক প্রতিবেদনে জানায় , যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভের ওই ভবনটির ব্যবহার করছে না জার্মানি।

    স্থানীয় সময় সোমবার সকালে কিয়েভে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসময় মারা যান ১০জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ট সহযোগী রোস্তিস্লাভ সিরনভ এ তথ্য নিশ্চিত করেন।

    এদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, শহরের বেশ কিছু অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং রুশ সন্ত্রাসীরা রাজধানীতে হামলা চালিয়েছে।

    আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসি কুলেবা বলেন, কিয়েভের ওপর রাশিয়ার বিমান হামলা শেষ হয়নি এবং লোকজনকে অবশ্যই নিরাপদে থাকতে হবে। তিনি জানান , বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

    জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে বরে জানায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    মাহফুজা ১০-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর