৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাস ছুরি হামলায় নিহত ২; আহত ৬জন

    যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাস স্ট্রিটে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মারা গেছেন দুইজন । আহত হন ছয়জন । স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

    লাস ভেগাস পুলিশ ক্যাপ্টেন ডোরি কোরেন বলেন, সকাল ১১ টা ৪০ মিনিটে লাস ভেগাস বুলেভার্ডে ধারাবাহিকভাবে ছুরি হামলার খবর পায় পুলিশ । দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কোরেন আরও বলেন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

    এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে  পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি। ঘটনাস্থল থেকে ছুরি ও অস্ত্র উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা হতাহতদের পর্যটক ও স্থানীয় বলে চিহ্নিত করেন।

    লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল বলেন, হামলাকারী ফুটপাতে ব্লেড ও একটি বড় ছুরি নিয়ে প্রথমে একজনের ওপর আক্রমণ করে। এরপর আরো কয়েকজনকে ছুরিকাঘাত করে সে। হামলাকারীর বয়স ৩০ বছর এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

    হামলাকারীর নাম প্রকাশ না করলেও সে লাস ভেগাসের স্থানীয় কেউ নন বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এ হামলা প্রাথমিকভাবে তা জানা যায়নি। মেট্রোপলিটন পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে ।

    মাহফুজা ৭-১০

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর