১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    মাধুরী দীক্ষিত লোয়ার পারলেতে ফ্ল্যাট কিনলেন

    বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত লোয়ার পারলেতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন ।

    ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, ক্যালিস ল্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৪৮ কোটি রুপিতে  ফ্ল্যাটটি কিনেছেন মাধুরী। গত ২৮ সেপ্টেম্বর ফ্ল্যাটটির দলিল করা হয়। ফ্ল্যাটটির দাম বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ১৩ লাখ ৩ হাজার ২২ টাকা।

    মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত ফ্ল্যাটটির আয়তন ৫ হাজার ৩৮৪ স্কয়ার ফুট। মাধুরীর এ ফ্ল্যাট ভবনটির ৫৩ তলায় অবস্থিত । মাধুরী ৭টি গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়।

    মুম্বাইয়ের ওরলি এলাকায় একটি বহুতল ভবনে ভাড়া ফ্ল্যাটে বসবাস করছেন মাধুরী। এ বছরের শুরুর দিকে স্বামী ডা. শ্রীরাম নেনে ও সন্তানদের নিয়ে এই বাসায় উঠেন মাধুরী। কারণ ৫ হাজার ৫০০ স্কয়ার ফুটের এ ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে গুনছেন ১২ লাখ ৫০ হাজার রুপি ।

    ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে মাধুরী দীক্ষিতকে।  বিজয় পরিচালিত এ ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। মুক্তির পর দর্শকের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পান এই অভিনেত্রী।

    মাহফুজা ৭-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর