১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    করোনা সংক্রমণ হার ২০ শতাংশের বেশি ঢাকাসহ ৯ জেলায়

    গেল  সাতদিনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, পাবনা ও ফরিদপুরে করোনা সংক্রমণ ২০ শতাংশেরও বেশি বলে জানালো  স্বাস্থ্য অধিদপ্তর।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ৬ দিনে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, রংপুর, দিনাজপুর, বগুড়া ও চাঁদপুরে করোনা সংক্রমণের হার ছিল ১০ থেকে ১৯ শতাংশ। ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ৩২ হাজার ২৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে । এতে করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৫০০ জনের। এ সময় মারা যান ১২ জন।

    এ নিয়ে সারাদেশে ৩ অক্টোবর পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৭৫৭টি। মোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জনের।  মোট মারা গেছেন ২৯ হাজার ৩৭১ জন।

    মাহফুজা ৬-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর