১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ২৫ জন

    ভারতের উত্তরাখণ্ডে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে মারা গেছেন ২৫ জন। আহত হন অনেকে।এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার  রাতে  উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে ঘটে এ দুর্ঘটনা ।

    উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার জানান, ধুমাকোটের বিরোখাল এলাকায় বাস দুর্ঘটনায় ২৫ জন মারা গেছেন । বাসটিতে নারী ও শিশুসহ ৪০ জনের বেশি যাত্রী ছিলো এবং  আহত ২১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

    এ ঘটনায় টুইট বার্তায় শোক প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, উত্তরাখণ্ডের পাউরিতে বাস দুর্ঘটনা বিষয়টি  হৃদয় বিদারক। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমি আশা রাখি। উদ্ধার তৎপরতা চলছে এবং  ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়া হবে।

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি বাস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেন । তিনি হতাহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

    মাহফুজা ৫-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর