ইন্দোনেশিয়ার সুমাত্রায় পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্পের আঘাতে মারা গেছেন একজন। শনিবারের এই ভূমিকম্পে আহত হন ১১ জন। দেশটির পুলিশ জানায় কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । খবরটি নিশ্চিত করে এপি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, উত্তর সুমাত্রা প্রদেশের উপকূলীয় শহর সিবোলগা থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ১৩ কিলোমিটার বা ৮ মাইল ছিল এটির গভীরতা।
স্থানীয় পুলিশ প্রধান জোহানসন সিয়ানতুরি বলেন, কেন্দ্রস্থল থেকে কাছে তারুতুং গ্রামে ৬২ বছর বয়সী এক ব্যক্তি ভূমিকম্প থেকে পালানোর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । ১১ জন আহত হওয়ার পাশাপাশি ওই গ্রামের ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
মাহফুজা ১-১০