৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    নেপালকে উড়িয়ে দিয়ে সাফ  চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    স্পোর্টস ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে  নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথম বারের মত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় ফুটবল নারী দল।এ জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস করলো  বাংলার বাঘিনীরা।

    এমন জয়ে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন শ্রীমতি কৃষ্ণা রানী সরকার। অপর গোলটি করেছেন সুপার সাব শামসুন্নাহার জুনিয়র।

    রঙ্গশালায় ফাইনাল ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমন আর পাল্টা আক্রমনে খেলা রোমাঞ্চকর ছিলো।কিন্তু গোলের খেলায় সাবিনাদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক নেপাল।তাইতো জয়ের পর এমন উল্লাস সাবিনা-কৃষ্ণারা করতেই পারেন।

    ম্যাচের শুরুতে আক্রমনে যায় সাবিনা বাহিনী। মাঝ মাঠ থেকে দৌড়ে এসে ডি বক্সের খানিকটা সামনে বল পান মারিয়া মান্ডা।  দেরি না করে গোল পোস্ট বল পাঠান মান্ডা।

    ডান দিকে ঝাঁপিয়ে পড়ে গোল বাঁচান নেপালি গোলরক্ষক। বাংলাদেশ পায় কর্নার কিক।

    একটু পরই গোলের সুযোগ পায় নেপাল।গোল রক্ষক রুপা চাকমার কৌশলের কাছে হেরে যায় স্বাগতিকরা ।

    ম্যাচের দশম মিনিটে সিরাত জাহান স্বপ্নার পরিবর্ত শামসুন্নাহার জুনিয়রকে মাঠে নামেন গোলাম রাব্বানি ছোটন।

    বদলিতে নেমে তিন মিনিটের মাথায় নেপালের জালে বল পাঠান  শামসুন্নাহার । উল্লাসে ভাসে বাংলাদেশ।নিরব হয়ে যায় রঙ্গশালা।

    এরপর গোল শোধে মরিয়া নেপাল আর ব্যবধান বাড়াতে চায়  বাংলাদেশ। ৩৬ মিনিটে ফ্রি কিক পায় নেপাল। গোল রক্ষক বল কর্নারে পাঠিয়ে রক্ষা পায়।

    ৪২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সাবিনা খাতুনের দেয়া বল ,গোল পোস্টের সামনে  দাঁড়িয়ে থাকা কৃষ্ণা রানী সরকার পেয়ে যান , খুব সহজেই নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন।২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

    বিরতি থেকে ফিরে গতি বাড়ায় নেপাল।৫২ মিনিটে ফ্রি কিক পায় স্বাগতিকরা কিন্তু গোল আদায় করতে পারেনি। গোল রক্ষক রুপা চাকমা বল কর্নারে পাঠিয়ে গোল পোস্ট অক্ষত রাখেন।

    কিন্তু  ম্যাচের ৭১ মিনিটে নিজের জাল আর রক্ষা করতে পারেনি রুপা।

     

    আনিতার গোলে ব্যবধান কমে নেপালের।  এই গোলের মধ্য দিয়ে চলতি সাফে প্রথম গোল খেলো বাংলাদেশ।

    এর  আগে বাংলাদেশের জালে কোন দলই বল পাঠাতে পারেনি। বরং ফাইনাল ছাড়াই চার ম্যাচে ২০ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে লাল-সবুজরা।

    প্রথম বারের মত গোল হজম করে শুরু হয় বাঘিনীদের গর্জন।  একর পর এক  আক্রমন চালাতে থাকে। তচনচ হয়ে যায় নেপালের রক্ষন ভাগ। গোল আদায়ের মরিয়া হয়ে ওঠে সাবিনা বাহিনী।

    বাঘিনীদের গর্জন দেখলো রঙ্গশালার দর্শকরা। ম্যাচের ৭৭ মিনিটে কৃষ্ণা রানী সরকারে  দ্বিতীয় গোলে  বাংলাদেশের জয় নিশ্চিত হয়। মনিকা চাকমার  পাস থেকে ডান দিক দিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেন কৃষ্ণা রানী সরকার।

    শেষ পর্যন্ত ৩-১ ব্যবধান রেখে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর