২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    করোনার সংক্রমণ আবার বাড়ছে; জাতীয় কারিগরি পরামর্শক কমিটি পাঁচটি সুপারিশ

    দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ অবস্থায় সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণসহ পাঁচটি সুপারিশ জানিয়েছে।  রোববার ১৮ সেপ্টেম্বর কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য ।

    জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৯তম সভা জুম মিটিং এর মাধ্যমে শনিবার রাত সাড়ে ১০টায় হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে পাঁচটি সুপারিশ গ্রহণ করা হয়।

    সব ক্ষেত্রে সঠিকভাবে মাস্ক পরা। হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণে জনসাধারণকে উৎসাহিত করা। যারা করোনা টিকার প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ গ্রহণ করেননি, তাদের টিকা নিতে আগ্রহী করা । বন্ধ স্থানে সভা করা থেকে বিরত থাকা ও যথাসম্ভব দাপ্তরিক সভা ভার্চুয়ালি করা। অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভায় মাস্ক পরা। সরকারকে বেসরকারি পর্যায়ে কোভিড পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে উদ্যোগ গ্রহণ করা।

    মাহফুজা ১৮-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর