১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    জাতীয় পার্টি আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই -জিএম কাদের।

    জাতীয় পার্টি আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই বলে জানালেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শুক্রবার ১৬ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে এ কথা জানান তিনি।

    নির্বাচন বর্জনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান জিএম কাদের।তিনি বলেন, যেদিন থেকে আমরা বিরোধী দল হিসেবে কাজ করছি, সেদিন থেকেই আমরা আর আওয়ামী লীগে নেই, জোটে নেই।

    তিনি বলেন, আমরা একসঙ্গে নির্বাচন করেছি এবং  বন্ধুত্বপূর্ণভাবে কাজ করেছি। আমাদের একটা ভালো সম্পর্ক ছিল এবং তা এখনো কিছুটা আছে। জাপা চেয়ারম্যান বলেন, দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগ যদি ভালো কাজ করে আমরা তাদের সঙ্গে থাকবো। আর যদি আমরা তাদের ওপর আস্থা হারিয়ে ফেলি, যেমন জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। ভবিষ্যতে সাথে নাও থাকতে পারি।

    ইভিএমের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।এটা দিয়ে  কারচুপি করে সরকার যাকে চাইবে তাকেই পাস করিয়ে দিতে পারবে বলে মন্তব্য করেন জিএম কাদের।

    তিনি আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি আমাকে দেখতে হবেএবং  জনগণকে ও নিজেকে বাঁচাতে হবে। তার জন্য সামনে অবস্থা ও পরিবেশ বুঝে আমরা ব্যবস্থা নেবো।

    মাহফুজা ১৬-৯

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর