রাজ্যের সাথে প্রথম দেখা হল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের।
নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মিম। সেখানে দেখা যায় তার কোলে এক শিশু ঘুমিয়ে আছে এবং শিশুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মিম। আর ছবিটির ক্যাপশনে লিখেছেন, রাজ্যের সাথে প্রথম দেখা।
রাজ্যকে দেখতে পরীমনির বাসায় যান মিম। আর সেই সময়ে তিনি এভাবে ফ্রেমবন্দি হন । পরীমনিও মিমের পোস্ট করা এ ছবিতে লাভ ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেন ।
পুত্র রাজ্যকে নিয়ে বাসায় ফেরার পর শোবিজ অঙ্গনের অনেকে গিয়েছিলেন পরীমনি ও রাজের বাসায়। এ তালিকায় রয়েছেন— রিয়াজ, নিপুণ, সাইমন সাদিকসহ আরো অনেকে।
গেল ১০ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন চিত্রনায়িকা পরীমনি।
গেল বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরীমনি। এ বছরের ২২ জানুয়ারি ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে পরীমনির বনানীর বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গেল ১০ জানুয়ারি পরীমনি মা হতে যাওয়ার খবর জানান।
মাহফুজা ১০-৯