১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    দেশের পাঁচটি বিভাগে হতে পারে বৃষ্টি -আবহাওয়া অধিদপ্তর

    দেশের পাঁচটি বিভাগের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে  বলে জানায়  সংশ্লিষ্ঠ অধিদপ্তর।

    মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

    আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি । সেই সঙ্গে হতে পারে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের এবং ভারী বর্ষণ ।

    তিনি জানান সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

    ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত সিলেটে রেকর্ড করা হয়েছে । এ সময়ে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং নিকলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল ।

    আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু ।

    মাহফুজা ৬-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর