১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে আবারও দাবানল

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে আবারও উত্তপ্ত আবহাওয়ায় দাবানল দেখা দিয়েছে । এক হাজার একরের বেশি জমিতে আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ। ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাকে বাধ্যতামূলক ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে । খবরটি জানায়  এএফপি।

    সিস্কিউ কাউন্টি দমকল বিভাগ সতর্ক করে জানায় , আগুন বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে বেশ কয়েকটি বাড়িতে দেখা গেছে আগুন জ্বলতে ।

    উইড, লেক শাস্টিনা, এজউডসহ বেশ কয়েকটি শহরে দেয়া হয়েছে বাধ্যতামূলক উচ্ছেদ আদেশ । পোষা ও গবাদি পশু-পাখি রাখতে একটি বড় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উচ্ছেদ আদেশে বলা হয় জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি দেখা দিয়েছে এবং এখনই সরে যাওয়ার জন্য আইনানুগ আদেশ দেয়া হচ্ছে। আইনগতভাবে জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে এলাকাটিতে।

    এই দাবানলের পাশাপাশি ক্যালিফোর্নিয়া, নেভাদা ও অ্যারিজোনার কিছু অংশে কয়েক সপ্তাহ থেকে গরম আবহাওয়া বিরাজ করছে। ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে অনেক এলাকায় তাপমাত্রা ।

    সিস্কিউ উত্তর ক্যালিফোর্নিয়ার একটি বৃহত্তর বনভূমি যা সাম্প্রতিক বছরগুলোর দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ।

    মাহফুজা ৩-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর