১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ১২০০ জন

    পাকিস্তানে রের্কড পরিমান বৃষ্টি হতে সৃষ্ঠ বন্যায় মারা গেছেন ১২০০ জন। মৃত্যু হয়েছে কয়েক হাজার গবাদি পশুর। এরই মধ্যে ডুবে গিয়েছে দেশটির এক-তৃতীয়াংশ জনপদ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক বাড়ি।

    পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার ৩ সেপ্টেম্বর জানায় বন্যায় এখন পর্যন্ত প্রায় এক হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

    এদিকে অধিকাংশ কৃষিজমি পানিতে  তলিয়ে যাওয়ায় পাকিস্তানজুড়ে বাড়ছে খাদ্য সংকট।

    পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল ভারত থেকে খাদ্যপণ্য আমদানির ইঙ্গিত দেন। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার।

    শাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের -এসসিও শীর্ষ বৈঠক আগামী ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে বসতে চলেছে । সেখানে  মোদীর পাশাপাশি উপস্থিত থাকবেন শাহবাজও।  দুই রাষ্ট্রনেতার মধ্যে আলাদা করে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলে জানা যায় ।

    বর্তমানে চরম বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে এবং মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। সিন্ধু নদীর পানি উপচে সিন্ধু  প্লাবিত হয়েছে, যা বিপর্যয়ের কেন্দ্রস্থল বলে মনে করা হচ্ছে।

    মাহফুজা ৩-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর