১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মিয়ানমারের আটক ৬৫ জন রোহিঙ্গার মধ্যে ক্ষুধা ও তৃষ্ণায় মারা গেছেন সাত জন

    মিয়ানমারের দক্ষিণ উপকূলে একটি নৌকা থেকে আটক ৬৫ জন রোহিঙ্গার মধ্যে ক্ষুধা, তৃষ্ণা ও প্রচণ্ড রোদে সাত জন মারা গেছেন । শুক্রবার এ তথ্য জানায় দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট ।

    সংবাদমাধ্যমটি জানান, সোমবার ইয়াঙ্গুন থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে পিয়াপন শহরতলীর কাছে একটি নৌকা আটক করা হয় । চারজন পাচারকারী এবং পাচারের শিকার ৬৫ জন বাঙালিকে আটক করে নিরাপত্তা বাহিনী।আটককৃতরা জানান এদের মধ্যে  তিনজন পুরুষ এবং চারজন মহিলা  খারাপ আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মারা যান।আরও ছয় জন রোহিঙ্গা অসুস্থ হয়ে পড়ায় তারা এখনও চিকিৎসাধীন বলে জানায়  গ্লোবাল নিউ লাইট ।

    মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকার করে না । ২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা মিয়নমারের সামরিক বাহিনীর দমনপীড়ন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

    মাহফুজা ২-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর